ঢাবি জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২৯ মে শুরু হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০২:৩০ এএম

ঢাবি জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২৯ মে শুরু হবে

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন ২৯ মে অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে শনিবার থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। শুক্রবার সংগঠন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য দেওয়া হয়েছে- ‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’।

সংগঠনের সভাপতি নওশিন ফাতমির নেতৃত্বে ২৯ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত সম্মেলনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের এবারের অধিবেশনে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। 

পার্শ্ববর্তী দেশগুলো থেকেও শিক্ষার্থীরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা তাদের কূটনৈতিক ও যোগাযোগ দক্ষতা এবং উপস্থিত বক্তৃতার মতো গুণের বিকাশ ঘটাতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের ফেসবুক পেজে অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!