ঢাকা শনিবার, ২২ মার্চ, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৮:৪৭ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ পর বিশ্ববিদ্যালয়ের অরণ্য উন্মুক্ত পাঠাগারের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের কদমতলা চত্তরের সামনে দিয়ে বিদ্রোহী হলের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় শিক্ষার্থীরা ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর একটা ইন্টেরিম সরকার গদিতে বসেছে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। সাধারণ মানুষ আশা করেছিল, এতদিন দেশের মানুষ যে অধিকার থেকে দূরে ছিল সে অধিকারগুলো ফিরে পাবে, সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিচার দেখতে পাচ্ছি না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল এদেশের মুক্তির জন্য। কিন্তু মুক্তির জন্য যা করা উচিত সরকার সেগুলো করছে না।

আন্দোলনরত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাসেল মাহমুদ বলেন, আওয়ামী লীগ প্রথম এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই ভারতের দালালি করেছে। দেশের মানুষের কোনো উন্নতি করেনি। শুধু জুলাই হত্যাকাণ্ড না, আওয়ামী লীগ এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে সবগুলোর বিচারের ব্যবস্থা করতে হবে।