ঢাকা সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ববি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে টাকা দাবি

ববি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের নাম ও ছবি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে টাকা চাচ্ছেন। একইসঙ্গে বিভ্রান্তমূলক বার্তা পাঠাচ্ছেন ওই অজ্ঞাত ব্যক্তি।

প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত হোয়াটসঅ্যাপটি (০১৮৯৪০৯৬২০০) উপাচার্য বা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন অফিসিয়াল নম্বর নয়।

শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

ফেইক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সাবেক এক প্রক্টরকে বলেন, ‍‍`হ্যালো, কেমন আছেন ? আপনি এই মুহূর্তে কোথায়?‍‍`

অন্য আরেকটি পাঠানো বার্তাতে বলেন, বর্তমানে সীমিত সময়ের জন্য আমি (উপাচার্য)  একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এ যোগ দিচ্ছি। সেজন্য আমার জন্য জরুরিভাবে আপনি অনুগ্রহ করে কিছু অর্থ পাঠাতে পারেন! এ সময় ঢাকা যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দিতে বলেন তাকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, উপাচার্যের নাম ও ছবি দিয়ে ফেইক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে, যেটি উদ্বেগের বিষয়। আমরা প্রাথমিকভাবে পুলিশকে অবগত করেছি। এ ছাড়া বিভ্রান্ত এড়াতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সতর্কতা করতে একটি নোটিশ দেওয়া হয়েছে।