‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা’ রচনা প্রতিযোগিতায় বিজয়ী যারা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:৪২ এএম

‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা’ রচনা প্রতিযোগিতায় বিজয়ী যারা

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহ বিলিয়া জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নবনিতা দাস রাখি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিরাজুম মনিরা।

এ ছাড়া তৃতীয় স্থান অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নুরনবী।

এ সম্পর্কে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বই পুরুষ্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটানোর জন্যই এই আয়োজন। তরুণ লেখকদের গবেষণাধর্মী লেখালেখিতে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও চিন্তাশীল লেখার প্রতি আগ্রহী করেছে। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরবি/এসআর

Link copied!