বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঈদের ছুটিতে বন্ধ হচ্ছে ইবির হল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১২:১২ পিএম

ঈদের ছুটিতে বন্ধ হচ্ছে ইবির হল

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিনের জন্য বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ। আগামী বুধবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল সূত্রে এসব তথ্য জানা যায়। ছুটি শেষে আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় যথারীতি হল খোলা হবে বলে জানানো হয়েছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ জাকির হোসেন বলেন, ঈদ উপলক্ষে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত হল বন্ধ থাকবে। বন্ধকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডির পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ইবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। 

আরবি/এসআর

Link copied!