চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের জন্য আবারও উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হলো নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে। চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত কেয়ার প্রকল্পের মাধ্যমে এই বিশেষ শিক্ষাবৃত্তির সুযোগ তৈরি হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ মার্চের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।
এই শিক্ষাবৃত্তির অধীনে, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মেধাবী স্নাতক শিক্ষার্থীরা দুই বছর মেয়াদি ‘মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি’ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজিতে অধ্যয়নরত পিএইচডি ও মাস্টার্স কোর্সের শিক্ষার্থীরা পাঁচ মাস মেয়াদি গবেষণা বা কোর্স ওয়ার্কের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীরা নরওয়েতে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগের পাশাপাশি, সেখানে জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ১৩৭৯০ নরওয়েজিয়ান ক্রোনার বৃত্তি হিসেবে পাবেন।
কেয়ার প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম রূপালী বাংলাদেশকে বলেন, অত্যন্ত সম্মানজনক এই প্রকল্পের আওতায় ৫ম বারের মতো ৮ জন ছাত্রছাত্রী নির্বাচিত করা হবে। পূর্বে প্রকল্পের মাধ্যমে ডিগ্রিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সফলতা দৃশ্যমান হচ্ছে। এরমধ্যেই দুজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন এবং ১ জন নরওয়েতে বহুমাত্রিক কোম্পানিতে, আরেকজন ইতালিতে একটি প্রখ্যাত কোম্পানিতে কর্মরত।
এ ছাড়া এই প্রকল্পের আওতায় নরওয়ের দুজন শিক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন পড়তে, আবার শিগগিরই দুজন শিক্ষক শিক্ষাদানের উদ্দেশ্যে আসবেন।
তিনি বলেন, এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রকল্পের আওতায় মাস্টার্স সম্পন্নরা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পিএইচিডি ভর্তির ক্ষেত্রে ভালো সাড়া পাচ্ছেন। বেশ কয়েকজন গ্রাজুয়েট পিএইচডি প্রোগ্রামে যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে। তাই ২৭ তারিখের মধ্যে আগ্রহীদের উচিত আবেদন সম্পন্ন করা।
আপনার মতামত লিখুন :