বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় স্টুডেন্টস ফোরামের তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
রোববার ( ৩০ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এ কমিটিতে সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহরীমা আফরিন তিশা এবং সাধারণ সম্পাদক হিসেবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শর্মিলা সোমা ও রিকু রানী দেবী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন রাহেল।
উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান, শিক্ষা ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের আর্থিক ও অ্যাকাডেমিক সমস্যার সমাধানে সহযোগিতা প্রদানসহ নানা শিক্ষাবান্ধব কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।