সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ডেকেছে চবি

চবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১২:২১ পিএম

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ডেকেছে চবি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ডেকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। ১০ এপ্রিল  (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার  প্রশাসক ড. মুহাম্মদ শহীদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বর্বরতম ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছে এবং আজ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছে।

বর্তমানে চবি বন্ধ থাকায় চবি পরিবারের সদস্যদের অংশগ্রহণের স্বার্থে বিশ্ববিদ্যালয় খোলার পর আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় চবি কেন্দ্রীয় শহীদ মিনারে গাজায় ইসরায়েলি বর্বরতম হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছে চবি প্রশাসন।

দীর্ঘ ছুটি শেষে আগামী বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে।

আরবি/এসআর

Link copied!