গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, From the river to the sea, Palestine will be free; হামাসের যোদ্ধারা লও লও, লও সালাম ; ইন্তিফাদা ইন্দিফাদা জিন্দাবাদ জিন্দাবাদ ; ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ; নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে”সহ নানা ধরনের স্লোগান দেন।
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, একজন মানুষ হিসেবে মানবতার প্রশ্নে আমাদের কি করনীয় সেটা আমাদের করতে হবে। আমি একজন সাধারন মানুষ একটা প্রতিষ্ঠানে কাজ করছি ওইখানে গিয়ে আমি তেমন কিছু করতে পারবো না, তবে আমি সেই সকল বিখ্যাত মানুষদের, যারা মানবাধিকার নিয়ে চিৎকার করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মুসলমান কিংবা ভিন্ন ধর্মের মানুষের রক্ত যদি আপনাদের হৃদয়ে স্পর্শ না করে তাহলে আপনারা আসলে অধিকার কর্মী নন। আপনাদের এই অধিকার কর্মটি হচ্ছে পৃথিবী শাসন করার কৌশল পুঁজিবাদ টিকিয়ে রাখার কৌশল। কোনো অর্থনীতি বা কোনো রাজনীতি আজকে গাজায় যে গণহত্যা হয়েছে সেটাকে সমর্থন করে না। যে গণতন্ত্রের সবক দিয়ে আপনারা গাজায় মানুষ মারছেন, শিশুদেরকে হত্যা করছেন। গাজার এ শিশুদের রক্ত আপনাদের স্বপ্রয়াসের বিরুদ্ধে যায়, দয়া করে আপনারা মানুষ হন তারপরে পৃথিবীর শাসন করুন।
উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, যারা মানবতার ধারক ও বাহক হিসেবে নিজেদের পরিচয় দেয়, তারাই আজ গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলিদেরকে ফিলিস্তিনের মুসলমানরা আশ্রয় দিয়েছিলো, মানবিকতার খাতিরেই তাদের পাশে দাঁড়িয়েছিলো। অথচ আজ সেই ইসরায়েল একের পর এক নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে।
গতকাল আমি এমন একটি ছবি দেখেছি—এক শিশুর মস্তিষ্ক ছিন্ন হয়ে পড়ে আছে শরীর থেকে। এমন হৃদয়বিদারক দৃশ্য প্রতিদিন আমাদের দেখতে হচ্ছে। এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। আমি আরব বিশ্বের নেতাদের কাছে অনুরোধ জানাই—আপনাদের বিবেককে জাগ্রত করুন।
এছাড়া ও সমাবেশে বক্তারা গাজায় চলমান বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :