উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর এসেছে। কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে (কুড়িকৃবি) পরীক্ষাকেন্দ্র হিসেবে অনুমোদন দিয়েছে। এর ফলে এই অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আর দূরে যেতে হবে না, যা তাদের যাতায়াত ও আর্থিক খরচ অনেকটাই কমিয়ে দেবে।
কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার্থে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার এই প্রস্তাবটি কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রিয় ভর্তি কমিটির সব সদস্যের সম্মতিতে গৃহীত হয়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই আবেদন শুরু হয়। ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৪ হাজার ৩৬টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ২৫ জন শিক্ষার্থী।
জানা গেছে, কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
এই সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা তাদের নিজ অঞ্চলের কাছাকাছি একটি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যা তাদের যাতায়াত ও আর্থিক খরচ অনেকটাই কমিয়ে দেবে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে কুড়িকৃবিতে কেন্দ্র করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা, খরচ কমানো, মানসিক টেনশনসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে তারা। কুড়িকৃবি কেন্দ্রে পরীক্ষা দিবে ৮৮৮৯ শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :