বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত পুলিশ ক্যাম্পের পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করেছে।
বুধবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মোখলেছুর রহমান।
এ সময় এসআই মোখলেছুর রহমান ছিনতাইকারী চারজনের পরিচয় প্রকাশ করেন।
আটকরা হলেন- কেওয়াটখালির আইলসের মোড়ের মৃত নূর ইসলামের ছেলে মো. রুমান (২০), একই স্থানের দুলালের ছেলে মো. রাকিব (২১)। পলাতক দুইজন হলেন- কেওয়াটখালির মো. মহিদুল (২০) এবং কেওয়াটখালির বলাচাপুর হাক্কানীমোড়ের মো. সামি (১৯)।
ঘটনা সম্পর্কে মোখলেছুর রহমান জানান, নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদের পাড়ে বিকেলে ঘুরতে গেলে ছিনতাইকারী দলের চার সদস্য তার মোবাইল এবং মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় একজনকে ধরা গেলে তাকে ভ্রাম্যমাণ প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, আটক ছিনতাইকারীকে ব্যবহার করে পুলিশ অভিযানের মাধ্যমে আরও এক সদস্যকে ধরা হয়েছে। এবং তার কাছ থেকেই ওই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং নগদ ৬২০ টাকা পাওয়া গেছে।