যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডা. এম আর খান মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক কর্মকর্তা হিসেবে তৃতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ডা. দীপক কুমার মন্ডল।
বুধবার (৯ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে ডা. দীপক কুমার মন্ডলকে প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ প্রদান করা হলো। একই সঙ্গে তিনি প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তি ভিত্তিক) পদের আর্থিক সুবিধাদি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।
দায়িত্বপ্রাপ্ত ডা. দীপক কুমার মন্ডল বলেন, অনেকদিন যাবত কাজ করায় এই প্রতিষ্ঠানের প্রতি আলাদা একটা মায়া জন্মেছে, সর্বোচ্চ দিয়ে সকলকে সেবা দিয়ে যাব। মানুষ হিসেবে আমার ভুল ক্রুটি থাকতে পারে, সেই ভুল পরিহার করে সামনে কাজ করে যাওয়ার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীরা যেভাবে চায় সেভাবেই কাজ করার চেষ্টা করব। অতীতে যেমন নিষ্ঠা আর সততা দিয়ে কাজ করেছি ভবিষ্যতেও সে ধারা অব্যাহত রাখবো।