মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিকৃবিতে লিচু ও লাউয়ের নতুন পোকার জাত সনাক্তকরণ

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১১:৪১ পিএম

সিকৃবিতে লিচু ও লাউয়ের নতুন পোকার জাত সনাক্তকরণ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশে লিচুর গান্ধি পোকা ও লাউ ফসলের স্যাপ বিটলের নতুন জাতের সনাক্তকরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সিকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ ফুয়াদ মন্ডলের নেতৃত্বে একদল গবেষক জাত দুটি সনাক্তকরণ করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের কনফারেন্স রুমে এই দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট উন্মোচন করা হয় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলামের সভাপতিত্বে লিফলেট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডি এ ই) মহাপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল আলম এবং বিশেষ অতিথি ডি এ ই এর ফিল্ড সার্ভিস উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল এবং প্রশাসন, অর্থ ও সাপোর্ট সার্ভিসের অতিরিক্ত পরিচালক ড. মোঃ কাজী মজিবুর রহমান উপস্থিত ছিলেন। 

গবেষণায় দেখা গেছে, লিচুর গান্ধি পোকা সাধারণ গান্ধি পোকার চেয়ে আকারে বড়। এই শোষকপোকা লিচুর কচি পাতা, কান্ড এবং ফলের রস শোষণ করার ফলে কচি অবস্থায় লিচু শুকিয়ে যায় এবং মাটিতে ঝড়ে পরে। গবেষণায় দেখা গেছে মারাত্মক আক্রমণের ফলে লিচুর শতকরা ৮০ ভাগ ফলন কমে যায়।

অপর দিকে লাউয়ের স্যাপ বিটল দলবদ্ধভাবে লাউ এর প্রজনন পর্যায়ে পুরুষ ফুলে ব্যাপকভাবে আক্রমণ করে সমস্ত পরাগরেণু খেয়ে ফেলে। ফলে পরাগায়ণ না হওয়ায় লাউয়ের ফল ধারণ সম্ভব হয় না। এতে ফলন ব্যাপকভাবে হ্রাস পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডি এ ই এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল আলম বলেন, "বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে ডি এ ই এর সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি বলেন কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। এসময় তিনি প্রযুক্তি সম্প্রসারণে যে কোন সহযোগীতা প্রদানে আশ্বাস প্রদান করেন।" 

অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম ডি এ ই এর মহাপরিচালকের  কাছে নতুন দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট কৃষক পর্যায়ে বিতরণের জন্য হস্তান্তর করেন।

এদিকে লিফলেট উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য ও অতিথি ছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

আরবি/আবু

Link copied!