সামুদ্রিক সম্পদকে যথোপযুক্তভাবে ব্যবহার করে দেশের সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আগামী ১৫ ও ১৬ এপ্রিল কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান বিভাগটির প্রধান সহযোগী অধ্যাপক সুব্রত সরকার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘সামুদ্রিক সম্পদ টেকসইভাবে ব্যবহারের জন্য সুপরিকল্পিত অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনা’ শীর্ষক শিরোনামে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলটি জার্মান ফেডারেল মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড সামুদ্রিক সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা’ নামক একটি প্রকল্পের আর্থিক সহযোগিতায় আয়োজন করা হচ্ছে।
‘সম্মেলনে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ সদ্ব্যব্যবহার ও সামুদ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চ্যালেঞ্জসমূহ নিরসনে আটটি দেশের ১২৩ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ৮টি দেশের বিভিন্ন নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, শিল্প প্রতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের প্রতিনিধি, উন্নয়ণ সংস্থার প্রতিনিধি এবং উপকূলীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধি।’
সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, জার্মান অ্যাম্বাসির ডেভেলপমেন্ট কোঅপারেশনের উপ-প্রধান মি. উলরিখ ক্লেপম্যান, ডেপুটি চিফ কনজারভেটর অফ ফরেস্ট মো. জাহেদুল কবির, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (সিলেট বিভাগ) মো. আশরাফুজ্জামান, এবং এওত-বাংলাদেশ এর বায়োডাইভার্সিটি সেক্টরের কমিশন ম্যানেজার ড. স্টেফান আলফ্রেড গ্রোনেওল্ড উপস্থিত থাকবেন।
এ ছাড়া সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন- অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার ইন্সটিটিউট ফর মেরিন অ্যান্ড অ্যান্টার্কটিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মিরিয়াম লাশারিতে, ইউনেস্কোর আন্ত.সরকার মহাসাগরীয় কমিশন(আইওসি) এর পরামর্শক ড. নিমিত কুমার, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের অধ্যাপক পিয়েরে ফেইলার, পর্তুগালের ইউনিভার্সিটি অফ আলগার্ভ লিলিয়ান এ. ক্রুগ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্সের অধ্যাপক সাজলিনা সালেহ, জার্মানের সেন্টার ফর ট্রপিকাল মেরিন রিসার্চ (জেএমটি) অধ্যাপক মারিয়ন গ্লাসার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদুর রহমান চৌধুরী।