রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

এডমিট হারিয়ে যাওয়া শিক্ষার্থীর পাশে রাবি ছাত্রদল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৪:২৪ পিএম

এডমিট হারিয়ে যাওয়া শিক্ষার্থীর পাশে রাবি ছাত্রদল

ছবি : রূপালী বাংলাদেশ

ভর্তি পরীক্ষার্থী মাহবুবা খাতুন কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন। ঘড়িতে সময় তখন ১০ টা বেজে ২৮ মিনিটে। পরীক্ষা শুরু হতে বাকী আছে আর মাত্র ৩২ মিনিট। হঠাৎ তার খেয়ালে আসলো ভুল করে কোথাও তার প্রবেশ পত্র ফেলে এসেছেন। ছোট্ট একটা আত্মবিশ্বাসের সাথে কেন্দ্রে উপস্থিতিকে কালো ছায়ায় ঘিরে ফেলল।  তখনই পাশে থাকা ছাত্রদলের সহায়তা বুথ থেকে এগিয়ে আসেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক ও রাবি শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য মো. আবু সাঈদ।

সহায়তার জন্য সাথে থাকা মোটরসাইকেলে করে পরীক্ষার্থীকে নিয়ে প্রবেশপত্র প্রিন্ট করতে বেরিয়ে পড়েন আবু সাঈদ। বাইক নিয়ে প্রথমেই আসেন টুকিটাকি, পরে চলেন পরিবহন মার্কেটে। কিন্তু, ভর্তি পরীক্ষার জন্য সকল প্রিন্টিং প্রেস বন্ধ। এতে পরীক্ষার্থী মাহবুবার হতাশা আরও বাড়িয়ে দেয়।

তবে এতেও আবু সাঈদ থেমে থাকেন না। মোটরসাইকেল মৃদু স্পিডে চালিয়ে চলে যান বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে। সেখান থেকে তড়িঘড়ি করে পিডিএফ থেকে নতুন করে ছেপে নেওয়া হয় মাহবুবার প্রবেশ পত্র। এরপরেও আবার রওনা হন পরীক্ষার্থীর কেন্দ্র স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের দিকে।

এদিকে ভর্তি পরীক্ষা শুরু হতে ঘড়িতে সময় বাকী আছে আর মাত্র কয়েক মিনিট। নির্ধারিত সময়ে থেকে বিশ মিনিটের আগেই মাহবুবা খাতুনকে কেন্দ্রে প্রবেশপত্রসহ পৌঁছে দেওয়া হয়। এতে কেন্দ্রে প্রবেশের পূর্বেই শাখা ছাত্রদল এবং আবু সাঈদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে পরীক্ষার্থী।

এমই অভিজ্ঞতার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে পৌছেছেন ভর্তি পরীক্ষার্থী মাহবুবা খাতুন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৩ টি পয়েন্টে সহায়তা বুথের মাধ্যমে বাইক সার্ভিস, প্রাথমিক চিকিৎসা, তথ্য সহায়তা, ফুল এবং সুপেয় পানি দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্র দল।

শিক্ষার্থীকে সহায়তাকারী বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক আবু সাঈদ বলেন, ছাত্রদল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোনো বিপদে-আপদে তাদের পাশে থেকে তাদের সহায়তা করতে চাই। আমাদের এই সেবা করার ধারা আগামী পরীক্ষার দিনগুলোসহ প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে অব্যাহত থাকবে।

এ দিকে ছাত্রদলের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গ্রহণ করা কর্মসূচির বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা দিতে আমরা ১৩টি বুথের আয়োজন করেছি। এর মধ্যে দুটি বুথে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  

ভর্তিচ্ছুদের জন্য বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বাহিরে অপেক্ষারত অভিভাবকদের জন্য পত্রিকার পাঠের ব্যবস্থা, বই পাঠের ব্যবস্থা এবং বিনামূল্যে চা-পানি পানের ব্যবস্থা করেছি। এছাড়াও ফুল, কলম ও বাচ্চাদের জন্য চকোলেটসহ বিভিন্ন আয়োজন করেছি।

পাশাপাশি ভর্তিচ্ছুদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে আমাদের নেতাকর্মীরা ১২টি বাইকে সেবা দিয়েছে। এছাড়া গতকাল দূর-দূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আমাদের নেতাকর্মীদের মেস এবং বাসায় থাকার ব্যবস্থা করেছি।

আরবি/আবু

Link copied!