মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে চিরচেনা রূপে ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম, লেকচার শিট ফটোকপি করতে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস ফিরছে চিরচেনা রূপে।
শনিবার (১২ এপ্রিল) সকালে ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ক্লাস-পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। তবে, দিন যাওয়ার সাথে সাথে উপস্থিতিও বাড়বে বলছেন তারা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্লাস শুরু হয়ে যাওয়ায় কাল রাত থেকে আজ সকালেও হলে ফিরছেন অনেক শিক্ষার্থী। বটতলা, ঝালচত্বর, ডায়না চত্বরে ভিড় দেখা গেছে শিক্ষার্থীদের। ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় লাইব্রেরী ও স্মৃতিসৌধ চত্বর সর্বত্র এখন কোলাহলপূর্ন। দীর্ঘদিন পর বন্ধুবান্ধবদের সাথে দেখা হওয়ায় প্রাণোচ্ছল আড্ডায় মজেছেন তারা৷
শিক্ষার্থীরা বলেন, ক্লাস-পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে হলো। এতদিনের লম্বা ছুটি ভোগ করতে করতে ছুটির অভ্যাস গড়ে উঠেছে, মনে হয় আরো কয়েকটা দিন ছুটি বাড়ানো গেলে ভালোই হতো। তবে ক্যাম্পাসে ফিরতে পেরে অনেক ভালো লাগছে।
অনেকদিন পরে শিক্ষক ও বন্ধুবান্ধবদের সাথে দেখা হলো, ক্লাস হয়েছে; সব মিলিয়ে ভালো লাগছে। তবে মায়ের হাতের রান্না ছেড়ে এসে এখন হলের ডাইনিংয়ের সেই স্বাদহীন খাবার খেতে হবে ভেবে খারাপ লাগছে।
প্রসঙ্গত, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারী থেকে ৪১ দিনের ছুটিতে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়।
আপনার মতামত লিখুন :