বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া বলেন, `সামনের বছর আর কৃষিগুচ্ছে থাকবে না বাকৃবি। তবে সরকার তাও যদি রাখতে চায়, তবে কৃষিগুচ্ছে আগামীবছর ও বাকৃবিকে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব পেলে সেক্ষেত্রে আমরা ভেবে দেখবো থাকবো কিনা।
এবার সরকারের অনুরোধে এবং দেশের বাস্তবতা চিন্তা করে আমরা কৃষি গুচ্ছে থেকেছি। তবে সামনে বাকৃবির কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। বাকৃবির নেতৃত্বে কৃষিগুচ্ছ পরীক্ষা চললে কেবল আমরা থাকার চিন্তা করবো অন্যথায় না।`
শনিবার (১২ এপ্রিল) বেলা ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন শেষে এমন বক্তব্য রাখেন উপাচার্য।
এ বছর দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাকৃবি কেন্দ্রেও পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেলা ৩ টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
আরো জানা যায়, সারাদেশে বাকৃবিসহ সারাদেশে একযোগে নয়টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬শ ৬৫ জন পরীক্ষা দিবেন।
আপনার মতামত লিখুন :