ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সিঙ্গেল সিটের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৮:৫০ এএম
সিঙ্গেল সিটের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিকন্যা হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীরা সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলের সামনের প্রধান সড়কে তারা অবস্থান নেন এবং প্রায় তিন ঘণ্টা আন্দোলনের পর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস পেয়ে হলে ফিরে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান, গত দুই বছর ধরে একজনের জন্য নির্ধারিত একটি বেডে দুইজন করে থাকতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা। যদিও ৩ মার্চ হল প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ৩৩টি সিঙ্গেল সিট খালি রয়েছে এবং এসব সিটের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন নেওয়া হবে। তবে নির্ধারিত সময়সীমার আগেই নতুন ভবনের একটি কক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়েছে।

এখনো যেসব শিক্ষার্থী ডাবল সিটে অবস্থান করছেন, তাদের জন্য কোনো সিট বরাদ্দ দেওয়া হয়নি। ফলে নির্ধারিত সময়ের আগেই সিনিয়রদের সিট বরাদ্দ দেওয়ায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণই প্রতিফলিত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষার্থী বলেন, সুদীর্ঘ দুই বছর ধরে এক বেডে দুইজন করে থাকছি, যা অত্যন্ত কষ্টদায়ক। এতদিন স্যারের সব নির্দেশ মেনে চলেছি। কিন্তু আমাদের সিটের সমাধান না করেই অন্যদের আগে সিট বরাদ্দ কেন দেওয়া হলো-এই প্রশ্নের যথাযথ উত্তর আমরা জানতে চাই।