আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্মার্ট আইডি কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক কার্ডেই মিলবে হল, মেডিকেল, লাইব্রেরি সহ সকল সেবা।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক এবং স্মার্ট কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহজাহান আলী।
রবিবার (১৩ এপ্রিল) স্মার্ট আইডি কার্ড প্রস্তুত সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ড. শাহজাহান আলী। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ অন্যান্যরা।
অধ্যাপক শাহজাহান আলী জানান, প্রতিটি শিক্ষার্থীর একটি ইউনিক আইডি নাম্বার থাকবে, যার মাধ্যমে হল, বিভাগ, মেডিকেল, লাইব্রেরি সব জায়গায় সেবা পাওয়া যাবে। ভবিষ্যতে এই কার্ড ব্যবহার করে ক্যাশলেস পেমেন্ট সিস্টেম চালুর পরিকল্পনাও রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, একাধিক কার্ড বহন এবং আলাদা ফি দেওয়ার বিড়ম্বনা দূর করতে দীর্ঘদিন ধরে তারা এই দাবিটি জানিয়ে আসছিলেন। শিক্ষার্থী ফারিয়া তাবাসসুম বলেন, ‘আমরা চাই দ্রুত সময়ের মধ্যে স্মার্ট আইডি কার্ড ও অনলাইন ফি প্রদানের ব্যবস্থা বাস্তবায়ন হোক, আশ্বাস নয় বাস্তব রূপ দেখাতে হবে।’
আপনার মতামত লিখুন :