জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান’ প্রতিপাদ্য ধারণ করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সোয়া ৮টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানের উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। উপাচার্যের বক্তব্যের পর ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানসহ বাংলা নববর্ষের গান বাজানো হয় এবং আগত অতিথিদের জিলাপী, সন্দেশ, কদমা, তরমুজ, আমের শরবত, বাতাসা, মুড়ি, খৈ ইত্যাদি বাঙালি খাবার পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের পর সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য বলেন, আমরা এক বিশেষ পরিস্থিতিতে এবং বিশাল সংগ্রামের পর এবারের নববর্ষ উদযাপন করছি। আমরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর রাষ্ট্র নির্মাণ করে আমরা একাধিকবার হোচট খেয়েছি।
তিনি বলেন, ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশ গড়ার স্বপ্ন পুনরায় জাগ্রত হয়েছে। দল মত নির্বিশেষে সকলে মিলে আমরা বসবাস করবো এবং নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ হবো।
উপাচার্য বলেন, দেশ ও বিশ্ব মানবতার বিরুদ্ধে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে দূর করতে পারব। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রভোস্ট, মহিলা ক্লাবের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারী এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং ছাত্র-কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের আয়োজনে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ বইমেলা, পুতুল নাচ, গীতনৃত্যনাট্য, যাত্রাপালা, সঙ-সারিক, অন্তর বাদন, লোকনাট্য ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী দিবসটি উদাযাপন করা হবে।
আপনার মতামত লিখুন :