কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল https://acas.edu.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে।
উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর উঠেছে ৮৪.২৫। সর্বনিম্ন নম্বর উঠেছে ৪৪.৫। জিপিএসহ সর্বোচ্চ নম্বর উঠেছে ১২৯.৭৭।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য ১০০০ টাকা জমাদানের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ১৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত।
জানা যায়, কৃষিগুচ্ছে অংশগ্রহণকারী ৯টি বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি।
আপনার মতামত লিখুন :