নাটোরের বড়াইগ্রামের জুঁই নামের ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখাবয়ব এসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, ইবি শিবির সেক্রেটারি মো. ইউসুফ আলী সহ নাটোর ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রভোস্ট ড. এটিএম মিজানুর রহমান বলেন, এই রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা এমন একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রতিটি মানুষ সে যে ধর্মেরই হোক, যে বয়সেরই হোক নিরাপদে থাকবে। প্রশাসন তথা সরকারের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশ আর দ্বিতীয়বার না ঘটে। আমার যেমন বাংলাদেশ চাই, তা না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো যেন তাদের প্রতিবাদের ভাষা চালু রাখে।
আপনার মতামত লিখুন :