সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৪:৪৬ পিএম

নবীন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বাকৃবিতে বুনিয়াদি প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৪:৪৬ পিএম

নবীন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বাকৃবিতে বুনিয়াদি প্রশিক্ষণ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠান। ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক ৩১তম কোর্সের উদ্বোধন করা হয়েছে।

কোর্সটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালনায় অনুষ্ঠিত হবে। 

রোববার (২০ এপ্রিল) সকালে বাকৃবির জিটিআই শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআই-এর পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া এবং সঞ্চালনায় ছিলেন লেকচারার আইরিন আক্তার। স্বাগত বক্তব্য দেন, সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

এ ছাড়াও বক্তব্য দেন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, বাউএক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। প্রশিক্ষণার্থীদের অবশ্যই  মনোযোগ সহকারে এবং সুচারুভাবে কোর্সটি সম্পন্ন করার আহ্বান জানাই। যাতে ভবিষ্যতে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি পরিশ্রম ও ধৈর্য্যের মাধ্যমে একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

এ ছাড়াও উপাচার্য জিটিআই পরিচালককে প্রশিক্ষণার্থীদের আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা আরও বাড়ানোর নির্দেশনা দেন। 

উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত ৩২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।​​​​​

আরবি/এসআর

Link copied!