ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ঢাবিতে ‘পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা’ ইকবালের নামে হল নির্মাণ দাবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৭:৪৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ইনসেটে আল্লামা ইকবাল

পাকিস্তানের ‘স্বপ্নদ্রষ্টা’ ও দেশটির জাতীয় কবি মুহাম্মদ ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি নতুন হল প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সোমবার (২১ এপ্রিল) মুহাম্মদ ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যলায়ের কেন্দ্রীয় মসজিদে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত মিলাদ মাহফিলে এ দাবি উত্থাপন হয়।

অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তব্য দেন, ইকবাল সোসাইটির সেক্রেটারি গবেষক ড. আবদুল ওয়াহেদ ও জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামসুদ্দীন।

ইকবালের নামে একটি নতুন হল নির্মাণের দাবি জানিয়ে মো. শামসুদ্দীন বলেন, ‘আল্লামা ইকবাল ১৯৩৮ সালের ২১ এপ্রিল মারা যান। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি এবং স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল; সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ।’

আব্দুল ওয়াহেদ বলেন, ‘স্বৈরাচারী শাসনামলে আল্লামা ইকবাল সম্পর্কে কথা বলার অনুমতি ছিল না। তাকে নিয়ে দার্শনিক আলোচনা নিষিদ্ধ ছিল। কিন্তু এখন, একটি মুক্ত পরিবেশে, তরুণ প্রজন্ম আল্লামা ইকবাল সম্পর্কে জানতে পারছে।’

অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, ইকবালের ‘প্রণোদিত’ মুসলিম জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা পরস্পর সংযুক্ত। তার রচিত মুসলিম জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে বাংলাদেশ অপরিমেয় সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ‘দখল’ করার প্রয়াসে জাতীয় জীবন থেকে ‘মুসলিম জাতীয়তাবাদ’ মুছে ফেলার ষড়যন্ত্র চলছে।

উল্লেখ্য, মুহাম্মদ ইকবাল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ছাড়াও আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত। তিনি আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ হিসেবেও পরিচিত। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ম হল হিসেবে ইকবালের নামে ১৯৫৭ সালে ‘ইকবাল হল’ স্থাপিত হয়। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে আইয়ুব খানের পতনের পর শিক্ষার্থীরা ইকবাল হলের নাম পরিবর্তন করে শহীদ সার্জেন্ট জহুরুল হকের স্মরণে হলটির নতুন নামকরণ করেন  ‘সার্জেন্ট জহুরুল হক হল’।

স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইকবাল হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তন করে ‘জহুরুল হক হল’ রাখেন। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘শহীদ সার্জেন্ট জহুরুল হক হল’ নামকরণ করেন।