বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১০:৪৫ পিএম

আন্দোলন সাময়িক স্থগিত করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১০:৪৫ পিএম

আন্দোলন সাময়িক স্থগিত করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা

পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটির সেল সম্পাদক মো. সাব্বির আহমেদ জানান, দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সম্প্রতি এই আন্দোলনের যৌক্তিকতা বিবেচনা করে এক আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নে কাজ করবে।

সাব্বির আহমেদ বলেন, কমিটিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন), যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-১), আইডিইবি, আইইবি, সাবেক পলিটেকনিক অধ্যক্ষ, পরিচালক (ডিটিই), প্রকল্প পরিচালক (ইঞ্জিনিয়ারিং কলেজ) এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। 

শিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছে এবং রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে।

এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান সাব্বির।

তবে উল্লেখিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হলে কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ করা হলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন শুরু হবে। তা আগের থেকেও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আরবি/থিও

Link copied!