বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১০:৪৪ এএম

অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত পক্ষপাতমূলক: কুয়েট উপ-উপাচার্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১০:৪৪ এএম

অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত পক্ষপাতমূলক: কুয়েট উপ-উপাচার্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য কোনো প্রশাসনিক ও আর্থিক কাজে সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। 

বুধবার (২৩ এপ্রিল) রাতে উপাচার্যসহ তাঁকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর পর উপদেষ্টা বরাবর লেখা এক চিঠিতে এ অভিযোগ করেন তিনি। তার দাবি, তিনি এখনো নিজের সম্পর্কে জানেন না এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি।

চিঠিতে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গত ৪ ডিসেম্বর আমাকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

তিনি বলেন, উপ-উপাচার্য পদে যোগদানের পর বিভিন্ন দাপ্তরিক সভা ও সিন্ডিকেটে প্রতিষ্ঠানের স্বার্থ ও শিক্ষার্থীদের স্বার্থ সমুন্নত রাখতে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আমাকে কোনো প্রশাসনিক ও আর্থিক কাজে সহযোগিতা করেননি। 

উপরন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক উপ-উপাচার্যের সীমিত আকারে প্রশাসনিক ও আর্থিক কাজ করার যে নীতিমালা ছিল, তা গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৭তম (জরুরি) সিন্ডিকেট সভার মাধ্যমে বাতিল করে দেওয়া হয়।

এ তথ্য জানিয়ে তিনি বলেন, গত চার মাসে প্রশাসনিক কার্যাদি এবং আর্থিক বিলে স্বাক্ষর করতে না দিয়ে আমাকে বঞ্চিত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদটি একটি অলংকারিক পদে পরিণত করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে আমি শুধু লাইব্রেরি কমিটির সভাপতির দায়িত্ব পালন করি।

বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে সর্বদা প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করেছেন দাবি করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় জানতে পারি, সরকারের তরফে আমাকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বাস্তবতা হলো আমি নিজে এখনো আমার অপরাধ সম্পর্কে জানি না এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি যা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। 

উপ-উপাচার্য  আরও বলেন ,গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘটিত ন্যক্কারজনক হামলার সময়ে (দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা) উভয়পক্ষকে (ছাত্র ও বহিরাগত সন্ত্রাসী) নিবৃত্ত করার চেষ্টা করি এবং আমার শরীরে ২টি ঢিল বা পাটকেল লাগে। ছাত্রদের সঙ্গে আমি নিজেও আহত হই- এ ব্যাপারে সাধারণ ছাত্রদের বক্তব্য নেওয়া যেতে পারে ও ঘটনার ফুটেজ দেখা যেতে পারে। 

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া এবং কোনো অপরাধ বা অপকর্ম না করে অব্যাহতি দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুল বার্তা যাবে বলে মনে করি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়ার মতো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি বা অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!