ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এলামনাই এসোসিয়েশন (MAA-DU)এর ২০২৫-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৮ এপ্রিল মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মো. রাফিক হাসান।
অনুষ্ঠানে অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বর্তমান ও প্রাক্তন এলামনাইদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করব। এছাড়া মার্কেটিং বিভাগের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।’
তিনি আরো বলেন, ‘নতুন নির্বাহী কমিটি এলামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।’
এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাগণ, এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে মার্কেটিং এলামনাই এসোসিয়েশন (MAA- DU) যাত্রা শুরু করে।
আপনার মতামত লিখুন :