গুচ্ছভিত্তিক ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ফিরে আসার দাবিতে তৃতীয়বারের মতো মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গুচ্ছের অভিশাপ থেকে আমরা সবাই মুক্ত হতে চাই। কোনো শিক্ষার্থীর জীবন যেন গুচ্ছের যাঁতাকলে পিষ্ট হয়ে ধ্বংস না হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টাগণ দায়িত্ব পেয়েছেন। আপনারা শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কোনো কিছু চাপিয়ে দিবেন না।
যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের না হয় তাহলে ক্যাম্পাসের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষার্থী হান্নান রহিম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডার চায় কুবি গুচ্ছ থেকে বের হয়ে আসুক। আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। যদি এর মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে না আসে তাহলে রবিবার দুপুর ১২ টার পরে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের ১৫ ডিসেম্বর গুচ্ছ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় কুবি প্রশাসন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের চাপের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় কুবি। তার পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।
আপনার মতামত লিখুন :