ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪

জাবিতে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ ছাত্রদলের

জাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:০৬ পিএম

জাবিতে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ ছাত্রদলের

ছবি, রূপালী বাংলাদেশ

জাবি: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (২ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিটির আয়োজক বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবু বকর রাশেদ(রাশু) জানান, জুলাই গণ-অভ্যুত্থানে ১৪২৩জন শহীদ হন।তাদের স্মরণে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করেছি।

বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে শিশুদের একটি বড় অংশ অবহেলিত, নিষ্পেষিত ও নিপীড়িত। বাংলাদেশ একটি উন্নয়শীল দেশ। এ দেশের অধিকাংশ পরিবার মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র। যার ফলে পরিবারগুলো ঠিকমতো জীবনযাপন করতে পারেন না। কারণ, তাঁরা তাঁদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে অক্ষম। তাই পরিবারগুলো শিশুদের চাহিদা পূরণ করতে পারে না। ফলে ক্ষুধা মেটাতে অনেক শিশু নেমে পড়ে রাস্তায়। এ ছাড়া বিভিন্ন পারিবারিক কলহের কারণে শিশুরা রাস্তায় নামতে পারে। এসব সুবিধাবঞ্চিত শিশুদের আজকে আমরা খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া পরবর্তীতে তাদের শিক্ষা সামগ্রী এবং বৃত্তির ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগতভাবে দেশের পথশিশুদের নিয়ে ভবিষ্যতে একটি স্কুল করার প্ল্যান রয়েছে। এভাবে একদিন আমরা দেশের সকল শ্রেনী পেশার মানুষের খাদ্যের অভাব দূর করবো এবং সবার মাঝে শিক্ষার আলো পৌঁছে দিব।

ছাত্রদল নেতা মোঃ জোবায়ের হোসাইন বলেন, জাতীয় জীবনে মানবমুখী সামাজিক মূল্যবোধের পুনরুজ্জীবন এবং সৃজনশীল উৎপাদনমুখী জীবনবোধ ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অংশে সুবিধাবঞ্চিতদের আমন্ত্রণ। বিগত ১৬ বছর আমরা ফ্যাসিস্ট শাসন দেখেছি যারা জাতীয়তাবাদী দল(বিএনপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলকে বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ন্যাক্কারজনকভাবে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে। ছাত্রদল শুরু থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলো। দীর্ঘ প্রচেষ্টায় ও ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে এখন ফ্যাসিবাদী শক্তি পরাস্ত। এই মহুর্তে বাস্তবধর্মী কার্যকরী উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় জীবনে ন্যায়বিচার ভিত্তিক সুষম অর্থনীতির প্রতিষ্ঠা, যাতে করে সকল বাংলাদেশি নাগরিক অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের ন্যূনতম মানবিক চাহিদা পূরণের সুযোগ যাতে পায় শিক্ষার্থীদের সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেই প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ নির্মান, সুষম অর্থনীতি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জনে বিএনপি ও ছাত্রদল বদ্ধপরিকর। এসময় তিনি আওয়ামিলীগের শাসনামলে অর্থ পাচারের বিষয়ে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহবান জানান। এবং যেকোনো  অনিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিবাদ ও ছাত্রদলের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইমন (গণিত-৪১), ইমরান(৪২), হাসান শাহরিয়ার রমিম (বাংলা-৪৫), রাজুয়ার হোসাইন (ইতিহাস-৪৫),রাকিব(পরিবেশ বিজ্ঞান-৪৫), মোস্তাফিজুর রহমান (আন্তর্জাতিক সম্পর্ক-৪৬),  ফেরদৌস(ইংরেজি-৪৬), সুমন(রসায়ন-৪৬), রাসেল(রসায়ন-৪৬), জিল্লুর রহমান নেহাল(ল-৪৬), সাকিব(ফিন্যান্স-৪৭), অং(প্রাণিবিদ্যা-৪৭) এবং আরও অনেকে।

আরবি/এস

Link copied!