কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় কুবির সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে র্যালি ও পরবর্তীতে পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিএসই বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী সৌরভ কুমার বিশ্বাস জানান, "আমরা পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিবারের ন্যায় এবারও দীপাবলি এবং দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব সুন্দরভাবে সম্পন্ন করেছি। এত সুন্দর আয়োজনে, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকল সনাতনী শিক্ষকদের। আজকের এই দীপাবলির আলোয় সকলের হৃদয়ে আলোর স্ফুরন ঘটুক সেই সাথে সকল সাম্প্রদায়িকতা ঘুচে যাক সেই প্রত্যাশায় রাখি।"
উল্লেখ্য, হিন্দু পুরাণ মতে দেবী কালী দূর্গারই একটি রূপ। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রা কালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
আপনার মতামত লিখুন :