বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে শহিদ ওয়াসিম-সাব্বির প্রীতি ক্রিকেট ম্যাচ ও শহিদ রাব্বি-রাকিব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই ক্রিকেট ও ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতাটি উদ্বোধন করেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন।
এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে সিনিয়র একাদশ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে জুনিয়র একাদশ দুটি দলে খেলা অনুষ্ঠিত হয়। এসময় ক্রিকেট ম্যাচে সিনিয়র একাদশ এবং ফুটবল ম্যাচে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়।
পরবর্তীতে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম, ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ড. ওয়ালিদ হাসান পিকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও, শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরীকুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিরতণ শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, খেলাধুলা চর্চাটা মানুষের মুক্ত মননশীলতা বৃদ্ধির একটা উত্তম মাধ্যম। এধরনের শরীর চর্চামূলক এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বজায় রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। যে খেলায় শালীনতা থাকবে এবং নোংরামি হবে না সেরকম খেলাধুলা ইসলামও রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রদলের এমন আয়োজন প্রশংসার দাবীদার।
আপনার মতামত লিখুন :