`মানুষ মানুষের জন্য` স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ১০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সংগঠন `প্লেয়ারস এসোসিয়েশন অফ ইসলামিক ইউনিভার্সিটি`।
শুক্রবার (১১ অক্টোবর) কুমিল্লার বিবির বাজার সংলগ্ন এলাকায় সংগঠনের একটি প্রতিনিধি দল ১০টি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে বন্যা-পরবর্তী পূনর্বাসনের জন্য এক লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করে।
এসময় প্লেয়ারস এসোসিয়েশনের সভাপতি এডভোকেট কে এম মাসুদ রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মামুন অর রশিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল তানিম, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানুর, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এনামুল হক শরিফ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ড. আসাদুর রহমান বলেন, আমাদের প্লেয়ারস এসোসিয়েশনের যে এলামনাই রয়েছে, তার কিছু উদ্দেশ্য ছিল। তন্মধ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এসোসিয়েশনের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়া অন্যতম। তারই ধারাবাহিকতায় কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষের পূনর্বাসনের জন্য এলামনাইদের সহযোগিতায় সাধ্যমতো অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আশাকরি ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :