ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

জাবিতে অর্থনীতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১২:৫১ পিএম

জাবিতে অর্থনীতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ ৪৭ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মো. ওবায়েদু্ল্লাহ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. শাহিদুজ্জামান সরকার শাওন নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাে: আমজাদ হােসেন এ ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে আলিফ হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আহনাফ তাহমীদ খান রাইয়ান, সহ কোষাধ্যক্ষ পদে মাহফুজা আনজুম মৌরি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ক্রীড়া সম্পাদক পদে দুরন্ত সাদাত মাহবুব, শিক্ষা ও গবেষণা ও সেমিনার সম্পাদক সামিয়া ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো: লিয়ন, সাংস্কৃতিক সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম রিচিকা, দপ্তর সম্পাদক পদে নাহিদুল হক রাব্বি, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে ওয়াসিফ ফুয়াদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সম্পাদক প্রচার ও প্রকাশনা পদে রবিউল ইসলাম, সহ-সম্পাদক ও শিক্ষা গবেষণা ও সেমিনার পদে মায়িশা মাহজাবিন, সহ-সম্পাদক সমাজ কল্যাণ পদে মোছাব্বেরুল ইসলাম মুরাদ, সহ-সম্পাদক ক্রীড়া পদে মুকিত হাসান, সহ-সম্পাদক সাংস্কৃতিক বিষয়ক পদে মেহরীন সাহিদ, সহ-সম্পাদক ক্যারিয়ার বিষয়ক পদে পাভেল আহমেদ, নারী শিক্ষার্থী বিষয়ক সম্পাদক পদে সিদরাতুল মুনতাহা ইকরা নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমীদ খান রাইয়ান বলেন, অনেক প্রতীক্ষার আর আমরা সংসদ তৈরি করতে পেরেছি। এটি ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। সংসদ যাতে সম্পূর্ণভাবে কার্যকর থাকে সেই লক্ষ‍্যে দ্রুতই আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিতে চাই। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, গতিশীল এবং শিক্ষার্থীবান্ধব সংসদ গড়ে তোলা।

নবনির্বাচিত সহ সভাপতি (ভিপি) মোহাম্মদ ওবায়েদুল্লাহ “৪৭ বছর পর বিভাগে পূণরায় শিক্ষার্থী সংসদ নির্বাচন হওয়ার পেছনে সম্পৃক্ত সকল শিক্ষার্থী ও শিক্ষককে অভিনন্দন জানাই। এই ছাত্র সংসদ সাধারণ শিক্ষার্থীদের। নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে দায়বদ্ধ। সকলের প্রতি অনুরোধ থাকবে, নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হয়ে, দায়িত্বপ্রাপ্তদের দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করবেন। জবাবদিহিতার সংস্কৃতির চর্চাটা শুরু হউক এখান থেকেই”।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জি এস) শাহিদুজ্জামান সরকার শাওন বলেন, মানুষের জীবনে পজিটিভ ভ্যালু এড করা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্লাবে কাজ করে  সেই ভালোলাগা আরো বেড়ে যায়। শিক্ষার্থী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে খুব ভালো লাগছে যে এখন নিজের ডিপার্টমেন্টের জন্যে কিছু করার সুযোগ পেয়েছি। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।

আরবি/এফআই

Link copied!