জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশবাদী সংগঠন এনসিআই (NCI- Nature Conservation Initiative)-র আগামী একবছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে বিদায় সভাপতি ও সাধারন সম্পাদক মাহীয়া সোলায়মান ও এসএম জাবেদ মাহমুদ এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোঃ জামাল উদ্দীন এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন।
নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফাতিন ইদরাককে সভাপতি এবং একই বিভাগের ঐ ব্যাচেরই পূর্ণিমা কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও কমিটির সহ-সভাপতি অর্পিতা কুন্ডু তুলি, দেবাঙ্গী দত্ত মুন্নী, শহীদ আনান সজীব, ফয়সাল মাহমুদ ফাহিম এবং তাহসিন নাওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়দার তারিফ, শাহরিয়ার শুভ, পার্থ ঘোষ, রাকিব হোসাইন এবং সাদিয়া আহমেদ শর্মি।
অন্যদিকে, কোষাধ্যক্ষ ইশহাক আলম পীর, সাংগঠনিক সম্পাদক রাজন শাহরিয়ার ও সানজিদা পারভীন, দপ্তর সম্পাদক মোঃ জান্নাত আলি, মুসরাত খানম মোহনা, রাজিব হোসাইন, ফয়সাল আহমেদ স্বাধীন, উপ-দপ্তর সম্পাদক ইমন মোল্লা ও এনএইচ জিসান। যোগাযোগ সম্পাদক তাহরিমা মেহের মিশু এবং উপ-যোগাযোগ সম্পাদক রোমানা ও সৈকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসরাত এবং রাজিবুল ইসলাম, উপ-প্রচার ও প্রচারণা সম্পাদক শামস বাগেজা অনন্যা, ক্রীড়া সম্পাদক আলী হোসেন কাজল এবং উপ-ক্রিয়া সম্পাদক হৃদয় ও অনন্যা, আইটি সম্পাদক তাসফিয়া নকীব সিফওয়া এবং সহকারী আইটি সম্পাদক তন্ময় ও সোহান, সাংস্কৃতিক সম্পাদক সাগিরা এ রহমান এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক নূরী, লাবণ্য ও তাজনিন।
এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ফেরদৌস, কনক, সামন্তী, ফাহমিদা, জাহিদ, নাহিম, তৌহিদ, তৌকির, রাকিব, তৌয়া, তাসনিম, বৃষ্টি, মুনতাহা, মেশকাত, ধ্রুব, মিনহাজ ও কাজল দেবনাথ।
উল্লেখ্য, এনসিআই পরিবেশ সংরক্ষণ ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, কর্মশালা, সভা ও সেমিনার আয়োজনের মাধ্যমে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।
আপনার মতামত লিখুন :