ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

রাবির নতুন রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৯:০৬ পিএম

রাবির নতুন রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হয়েছেন আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ পদে নিযুক্ত করেন। নবনিযুক্ত রেজিস্ট্রার এরই মধ্যে তার কর্মস্থলে যোগদান করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাস করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শহীদ হবিবুর রহমান হলের হাউজ টিউটর এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির পার্টটাইম শিক্ষক ছিলেন।

যোগদানের পর তিনি নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরবি/ এইচএম

Link copied!