জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘মার্কেটিং ক্লাবের’ তামিম রেজা উদ্দ্যানকে সভাপতি এবং ফাহিম শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
সভাপতি তামিম রেজা উদ্দ্যান মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র এবং সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার ১৫তম ব্যাচের শিক্ষার্থী। কমিটির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সিদ্দিকী ও রিদয় হাসান,যুগ্ম সম্পাদক হয়েছেন হুমায়রা সাদিয়া ও মুশফিকুর রহমান; সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রাশেদুজ্জামান, কোষাধ্যক্ষ প্রিতম চন্দ্র সাহা, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা নাসরিন মুক্তা।
সদস্যরা হলেন মো. ফজলে রাব্বি, তানবির হাসান মমিন খান, মো. সাজিব হোসেন মৃধা, শোয়েব মাহমুদ, মো. ফয়সাল হোসেন, মো. আরিফুল হক আসলাম, সামিয়া সোরওয়ার নাহরিন, ইফরাত জাহান প্রভা এবং মো. আসাদুজ্জামান সিয়াম।
নবগঠিত কমিটির সভাপতি তামিম রেজা উদ্দ্যান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে মার্কেটিং জ্ঞান ছড়িয়ে দিতে এবং তাদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের অধীনে ক্লাবটি আরও সফল কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করছি।
সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষ বলে ক্লাবিং করলে স্কিল ডেভেলপ হয়, যেটা আমি পাইনি। আমরা তাই বাস্তবায়ন করে দেখাব ইনশাআল্লাহ।
মার্কেটিং ক্লাবের মডারেটর মাহাথি হাসান জুয়েল বলেন, ২০২৫ সালের জন্য মার্কেটিং ক্লাবের নতুন কমিটির সদস্যদের পরিচয় দিতে পেরে আমরা আনন্দিত। যত্ন সহকারে বিবেচনা করে আমরা উচ্ছ্বাসী ব্যক্তিদের একটি দল নির্বাচন করেছি, যারা এগিয়ে নেতৃত্ব দেবে। তবে আমরা আবেদনকারী সকলকেই বিশাল ধন্যবাদ জানাতে চাই।
আপনার মতামত লিখুন :