বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি নজরুল সরকারি কলেজ শাখার ২৬ সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইরফান আহমেদ ফাহিম এবং সদস্য সচিব করা হয়েছে ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিক্ষার্থী নাজমুল হাসানকে।
সোমবার (২৩ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
এ কমিটিতে ১৫ জনকে যুগ্ম-আহ্বায়ক ও ৯ জনকে সদস্য করা হয়েছে। যুগ্ন-আহ্বায়করা হলেন, কে এম সিরাজুল ইসলাম, রোমান আহমেদ, কামরুল ইসলাম কানন, ফয়েজ আহমেদ রিপন, ফরিদ উদ্দিন রাজ, এম এম ইমরান মীর, শওকত হোসেন সৈকত, মো: শাহীন ফরাজি, রুহুল আমীন অন্তু, এইচ. এম. হারুন অর রশিদ, মো: আহমাদ উল্লাহ, মো: জামাল খান, সজিব হোসেন স্বাধীন, জাহিদ হাসান হিরু এবং এম জে এইচ নোমান।
সদস্যরা হলেন শেখ ফয়সাল আহমেদ, মো: নাহিদ সুমন, শাওন বিশ্বাস রিপন, হাইয়ুল আহম্মেদ, সবুজ আহমেদ মাল, সৌরভ চন্দ্র, মেহেদি হাসান দিহান, মো: রাকিব এবং এন এম রাকিব আল হাসান।
আপনার মতামত লিখুন :