ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

অবশেষে গুচ্ছ থেকে বের হচ্ছে কুবি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১০:০৪ এএম

অবশেষে গুচ্ছ থেকে বের হচ্ছে  কুবি

ছবি: রূপালী বাংলাদেশ

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম কুবি শিক্ষার্থীদের

তিনি জানান, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে।গুচ্ছের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে সিন্ডিকেটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জুলাইয়ের মধ্যেই নতুন বর্ষের ক্লাস শুরু করার কথা বলা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষত, এ পদ্ধতিতে শিক্ষার্থীদের মান যাচাই, ভর্তিতে দীর্ঘসূত্রতা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল।

আরও পড়ুন: হাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম জানান, নিজেদের ভর্তি পরীক্ষা পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই আরও কার্যকরভাবে সম্ভব হবে। দেশের সেরা শিক্ষার্থীদের ভীড় বাড়বে এখানে।
 

আরবি/জেআই

Link copied!