কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় `ভাষার দুই অক্ষ: রূপক ও লক্ষণা ` শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াফা আক্তার ও জাওয়াদ উর রাকিন খানের সঞ্চালনায় বিভাগীয় প্রধান মাহমুদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, কথা বলার জন্য জ্ঞানের দরকার হয়। জ্ঞান না থাকলে কথা বলা যায় না। পৃথিবীতে দুই ধরনের শব্দ রয়েছে। কিছু শব্দের অর্থ আছে আর কিছু শব্দের অর্থ নেই। যে শব্দের অর্থ আছে তা সবার চেয়ে থাকে।
উপ-উপাচার্য অধ্যাপক ড মাসুদা কামাল বলেন, ভাষা সংস্কৃতির অংশ। ভাষা যত শানিত হবে সংস্কৃতি সংস্কার হবে ততই মানুষ উন্নত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, সলিমুল্লাহ খান শত চাপের সত্ত্বেও সত্য কথা বলে যান। তিনি জ্ঞানের জাহাজ সব বিষয়ে কথা বলতে পারে। মানুষ যে বিষয়ে জানে তাকে সে বিষয়ে কথা বলতে না দেওয়া সেটাও একটা বৈষম্য। বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যতম স্পোক পারসন ছিলেন সলিমুল্লাহ খান। যার কথায় অনুপ্রেরণা নিয়ে শিক্ষার্থী ময়দানে ঝাপিয়ে পড়েছিলেন।
এ ছাড়াও সেমিনারে বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মাওলা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম, প্রভাষক জাকিয়া জাহান মুক্তাসহ বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :