শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৩:২১ পিএম

জাবিতে শহীদদের স্মরণে মেহফিল-ই-ইনকিলাব অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৩:২১ পিএম

জাবিতে শহীদদের স্মরণে মেহফিল-ই-ইনকিলাব অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

‘জুলাই বিপ্লব-২০২৪’ এর সকল শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিপ্লবী গান, আবৃত্তি ও কাওয়ালী গানের আসর আয়োজিত হয়েছে। ‍‍`মেহফিল-ই ইনকলাব‍‍` শীর্ষক এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ।

আয়োজন উপলক্ষ্যে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকেই সেলিম আল-দীন মুক্তমঞ্চে ভীড় করতে শুরু করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা৷ তাদের সাথে সাভার ও আশুলিয়া এলাকার স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। অনুষ্ঠান শুরুর পূর্বেই মুক্তমঞ্চ কানায় কানায় ভরে ওঠে। 

আয়োজনে ‍‍`বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চে‍‍`র শিল্পীদের সাথে দর্শক মাতিয়েছেন ঢাকার ‍‍`ওয়ান এম্পায়ার‍‍` টিম। এসময় কাওয়ালি গানের পাশাপাশি বিপ্লবী গান, নজরুল সংগীত, নাতে রাসূলসহ বিভিন্ন ধরনের আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। রাত ৮ টায় সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে  মূল আয়োজন শুরু হয়। একে একে বাদ্যযন্ত্র আর শিল্পীদের গায়কীতে এক মোহনীয় মূর্ছনার সৃষ্টি হয়। কাওয়ালী গানের আধ্যাত্মিকতা ও বিপ্লবী গানের সুরে মেলবন্ধনে দর্শকেরা জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন৷

কাওয়ালী গানের সুরে মুক্তমঞ্চে এক ভিন্ন আবহ সৃষ্টি হয়।  দীর্ঘদিন পর সাবেক- বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। প্রতিটি কোণায় ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এ আয়োজনে  বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক কামরুল আহসানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিকদাদ বলেন, ‍‍`২৪ এর জুলাই মাসের এ আন্দোলনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি৷ প্রকৃত স্বাধীনতা অর্জনের এক মাস পূর্তিতে এমন একটা আয়োজন আমাদের খুব আবেগাপ্লুত করেছে৷ শহীদদের রক্তমাখা স্মৃতিকে ধারণ করে আমরা বাংলাদেশকে নতুন করে গড়তে পারব এটাই প্রত্যাশা করি।

মেহফিলে-ই ইনকিলাবের আয়োজক আহসান লাবিব বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিপ্লবী মঞ্চের আয়োজনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিপ্লবের চেতনাকে ধারণ করে সারা বাংলাদেশে নতুন করে সাংস্কৃতিক ধারা শুরু হয়েছে। ৫ আগস্টের আগে তা ছিল অসম্ভব।অপসংস্কৃতির করাল গ্রাস থেকে বেরিয়ে এসে সুস্থ সংস্কৃতির এমন সুন্দর আয়োজন সর্বমহলে সাড়া ফেলেছে। মানুষ আমাদের এ আয়োজনকে সাদরে গ্রহণ করেছে। আমরা এমন একটি ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এমন সুস্থ সংস্কৃতির আয়োজন ও অংশগ্রহণ করতে পারে।

আরবি/ এইচএম

Link copied!