ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
রাবির শেখ রাসেল মডেল স্কুল

নবম শ্রেণির রেজিস্ট্রেশন অনিশ্চয়তায় শিক্ষকদের কক্ষে তালা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৭:৪৯ পিএম

নবম শ্রেণির রেজিস্ট্রেশন অনিশ্চয়তায় শিক্ষকদের কক্ষে তালা

ছবি : রূপালী বাংলাদেশ

মাধ্যমিকে রেজিস্ট্রেশনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধীন শেখ রাসেল মডেল স্কুলে শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে নবম শ্রেণির শিক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, স্কুলের পক্ষ থেকে ১১ নভেম্বরে রেজিস্ট্রেশন করানো হবে বলে আশ্বাস দেয়া হয়েছিল। কিন্ত ১৪ নভেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়েদা দিলরুবা অনিবার্য কারণে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানো সম্ভবপর হবে না বলে জানান এবং শিক্ষার্থীদের অন্য কোনো প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করে নিতে বলেন। শেষ সময়ে এসে অন্য প্রতিষ্ঠানগুলোও রেজিস্ট্রেশন নিচ্ছে না। এমতাবস্থায় বিপাকে পড়েছেন নবম শ্রেণির এই শিক্ষার্থীরা।

তালা দেওয়ার বিষয়ে কথা হয় শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ সায়েদা দিলরুবার সাথে। তিনি জানান, সাবেক অধ্যক্ষ লিসায়া মেহজবীনের সময়ে এই সমস্যাটি তৈরি হয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও নবম শ্রেণিতে ভর্তি নিয়েছেন তিনি। আগে কয়েকটি ব্যাচ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলেও এবার তা সম্ভব হচ্ছে না।

তিনি আরো জানান, শিক্ষার্থীরা আজকে রেজিস্ট্রেশনের দাবিতে আমাদের অবরুদ্ধ করে রেখেছিল। তবে বিকেল ৩টায় তারা তালা খুলে দেয় এবং ৪টায় আমার নিকট একটি স্মারকলিপি দিতে আসে। তবে অফিস সময় শেষ হওয়ায় আমি তা গ্রহণ করতে পারিনি। আগামীকাল আমি সেটি গ্রহণ করবো৷ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বলে আমি জানি।

এ বিষয়ে জানতে চাইলে রাবি উপাচার্য সালেহ হাসান নকীব জানান, বিষয়টি আমাদের বরাবরই বিব্রত করছে। আগের প্রশাসনের স্বেচ্ছাচারীতা এবং অব্যবস্থাপনার কারণে এই সমস্যাগুলো তৈরি  হয়েছে। ইতোমধ্যে ওই স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়টি সমাধানের কাছাকাছি চলে এসেছি আমরা। ঠিক এসময়েই আবার নবম শ্রেণির বিষয়টি সামনে আসলো। তবে খুব দ্রুতই শিক্ষার্থীদের কথা বিবেচনায় আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করবো এবং সাবেক অধ্যক্ষসহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

আরবি/ এইচএম

Link copied!