ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
রাবিতে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত

মঙ্গলবার বন্ধ থাকবে দুই বিভাগের ক্লাস

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১১:০৪ পিএম

মঙ্গলবার বন্ধ থাকবে দুই বিভাগের ক্লাস

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও মার্কেটিং বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত এবং  আগামীকাল মঙ্গলবার জড়িত দুই বিভাগের ক্লাস, পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এই ঘটনার জেরে রাতে দফায় দফায় ধাওয়ার ঘটনাও ঘটেছে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে।

জানা যায়, খেলায় মার্কেটিং বিভাগ ১-০ তে জয় লাভ করে। তবে খেলা চলাকালীন সময় থেকেই দুই পক্ষের দর্শকদের মাঝে উত্তেজনা দেখা যায় এবং খেলা শেষ হওয়ার পরপরই তা সংঘর্ষে রূপ নেয়। আইন বিভাগের এক শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় এক সাংবাদিককে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা যায়।

এদিকে রাতে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে লাঠিসোঁটা এবং ইটপাটকেল হাতে অবস্থান নেয় দুই পক্ষ। এসময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। ঘটনার একপর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা এসময় আইন বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। আইন বিভাগের শিক্ষার্থীরা এসময় তাদের অবস্থান থেকে সরে গেলে মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী ভবনের ভিতরে প্রবেশ করে এবং সভাপতির কক্ষের সামনের কাচের জানালা ও কিছু টব ভাঙচুর করেন বলে জানা যায়।

একপর্যায়ে রাবি উপাচার্য, প্রক্টোরিয়াল বডি, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি এবং শিক্ষকবৃন্দ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

রাবি উপাচার্য সালেহ হাসান নকীব এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যা করছো তা কোনোভাবেই কাম্য নয়। খেলার উদ্দেশ্য মানুষকে আনন্দ দেয়া। কিন্তু খেলাকে কেন্দ্র করে তোমরা যেভাবে নিজেরা মারামারি এবং ভাঙচুর করছো তা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

সংঘর্ষের জন্য দায়ীদের চিহ্নিত করতে হলে আগে তোমাদের শান্ত হতে হবে। আমি তোমাদের শান্ত হতে বলবো। বিষয়টি যেন ভিন্ন দিকে মোড় না নেয় সেজন্য তোমরা শান্ত হও। বিষয়টি আগামীকালের মধ্যে সমাধানের চেষ্টা করবো এবং জড়িতদের চিহ্নিত করা হবে।

পরে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষক এবং বিভাগের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। উপাচার্যের আশ্বাসে উপস্থিত  শিক্ষার্থীরা এসময় স্থান ত্যাগ করেন। 

খেলা স্থগিত এবং ক্লাস, পরীক্ষা বন্ধের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টটি স্থগিত করেছে। পাশাপাশি আইন ও মার্কেটিং বিভাগের ক্লাস ও পরীক্ষা আগামীকাল স্থগিত রেখেছে। 

উপাচার্য মহোদয় আহতদের খোঁজ খবর নিচ্ছেন। আগামীকাল এবিষয়টি নিয়ে একটি মিটিংয়ের কথা রয়েছে বলেও জানান তিনি।

আরবি/জেডআর

Link copied!