জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল আয়োজন করেছে ৩ দিন ব্যাপী জুলাই বিপ্লব শহীদ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় শহীদ মীর মুগ্ধ একাদশ ও শহীদ ওয়াসিম একাদশের মধ্যকার খেলার মাধ্যমে এই টুর্নামেন্ট শুরু হয়।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন শহীদ সালাম বরকত হলের প্রাধাক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও হল কর্মচারীরা। এসময় ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী ইমরান বলেন, জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে মূলত আজকের এই ফুটবল টুর্নামেন্ট। আমরা শহীদদের নাম দিয়ে ৬ দল করেছি। খেলাধুলা মাদক থেকে দুরে রাখে পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলা গুরুত্বপূর্ণ।
হলের প্রাক্তন শিক্ষার্থী জোবায়ের আল মাহমুদ বলেন, আমি এই হলের শিক্ষার্থী ছিলাম। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করবো। সিনিয়র জুনিয়র মিলে টিম করা হয়েছে যা আগে ব্যাচ অনুসারে করা হতো। এখান থেকে ভালো ভালো প্লেয়ার বের হবে যারা আগামীতে নেতৃত্ব দিবে। কোনোরকম হট্টগোল ছাড়া টুর্নামেন্ট শেষ হোক এই আশা করি।
হলের প্রাধাক্ষ অধ্যাপক আব্দুল হালিম বলেন, এই জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিতে যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে সেটি আমরা ফেয়ারভাবেই শেষ করতে পারবো আশা করছি। এই টুর্নামেন্টের লক্ষ্য হলো সামনে আমাদের বিজয় দিবস টুর্নামেন্ট রয়েছে সেখানে যেন আমরা হল হিসেবে চ্যাম্পিয়ন হতে পারি। এজন্য আমাদের এই টুর্নামেন্ট এখান থেকে আমরা সেরাটা বের করে আনবো। সেই লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা আমি চালিয়ে যাবো।
উল্লেখ্য, প্রতিবছর শহীদ সালাম বরকত হল এই নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।
আপনার মতামত লিখুন :