ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রাবিতে পোষ্য কোটার বিজ্ঞপ্তি স্থগিত, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৯:৫২ পিএম

রাবিতে পোষ্য কোটার বিজ্ঞপ্তি স্থগিত, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বিজ্ঞপ্তি স্থগিত এবং প্রশাসনের আশ্বাসে ১৮ ঘন্টা পর আমরণ অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় উপাচার্য সালেহ হাসান নকীব শিক্ষার্থীদের অনশন ভাঙান।

এসময় উপাচার্য সালেহ হাসান নকীব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর সব জায়গায় সংস্কার ও নতুন করে চিন্তা করার দরজা উন্মুক্ত হয়েছে। নতুন বাস্তবতায় কোটা রাখার সুযোগ নেই। নিয়ম ও যুক্তির মধ্য দিয়ে এটা সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, আগামীকাল শনিবার একটা রিভিউ কমিটি তোমাদের সঙ্গে বসবেন এবং তোমাদের কথা শুনবেন। সেখানে তোমরা তোমাদের দাবি, সমস্যা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরবে। শিক্ষক ও বেশ কিছু কর্মকর্তা আছেন, যাঁদের জন্য পোষ্য কোটা মানায় না। আবার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাঁরা একেবারে নিম্ন আয়ের, জীবন নিয়ে সংগ্রাম করেন, যদি সুযোগ থাকে, এসব বিষয়ও উঠে আসবে আলোচনায়।

অনশনে বসা শিক্ষার্থী মেহেদী মারুফ বলেন, জুলাই বিপ্লবের মূল কথাই ছিল বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। আমাদের যেই শিক্ষকরা এই আন্দোলনে আমাদের সাথে একত্রে আন্দোলনে অংশ নিয়েছিলেন এখন তারাই প্রশাসনের বিভিন্ন দায়িত্বে গিয়ে আমাদের সাথে এক ধরনের ছলচাতুরী করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ রাখার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার যে দাবি তা অগ্রাহ্য করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই পোষ্য কোটা বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে।

এসময় অবিলম্বে পোষ্য কোটা বাতিল না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হুশিয়ারি দেন অনশনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পোষ্য কোটা ১% কমিয়ে ৩% রেখে বিজ্ঞপ্তি প্রকাশের প্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে সামনে অনশনে বসেন ৩ শিক্ষার্থী। পরে ক্রমান্বয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে অংশ নেন। এরপর সেখানে অন্তত নয়জন শিক্ষার্থী সারা রাত অবস্থান করেন। ওই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আজ সকালে বেশ কিছু শিক্ষার্থী অনশনে অংশ নেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ প্রশাসনের কয়েকজন কর্তাব্যক্তি কয়েক দফা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। তবে শিক্ষার্থীরা তাঁদের দাবির বিষয়ে অনড় থাকেন।

এদিকে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে কোটা ব্যবস্থা সংক্রান্ত সিদ্ধান্ত পর্যালোচনার জন্য ১৬ নভেম্বর শনিবারের মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং গঠিত কমিটি বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনার ভিত্তিতে সুপারিশ প্রদান করবে বলে জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাবি প্রশাসন।

আরবি/ এইচএম

Link copied!