ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রাবিতে জানাজা ছাড়াই পোষ্য কোটার কবর

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:৪৮ পিএম

রাবিতে জানাজা ছাড়াই পোষ্য কোটার কবর

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জানাজার নামাজ বাদেই পোষ্য কোটাকে কবর দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা৷ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিনেট ভবন প্রাঙ্গনে কবর দেওয়া হয়।

এর আগে পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে রম্য বিতর্কের আয়োজন করে শিক্ষার্থীরা। বিতর্ক শেষে শহিদ মিনার চত্বর থেকে পোষ্য কোটার প্রতিকী মরদেহ নিয়ে জোহা চত্বরে অভিমুখে জানাজার উদ্দেশ্য রওনা দেয় শিক্ষার্থীরা। এসময় উপস্থিত শিক্ষার্থীরা জানাজার নামাজ না পড়ার সিদ্ধান্ত নেয়।

শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা; পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক; জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে; আপোষ না মৃত্যু, মৃত্যু মৃত্যু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে মুক্তি চাই; পোষ্য কোটার গদিতে, আগুন জ্বালো একসাথে ইত্যাদি স্লোগান দেয়।

জানাজার নামাজ না পড়ার প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, কোনো অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না। যেটার কোনো অস্তিত্ব নেই সেটার জানাজা কি পড়বো?

সিনেট ভবন প্রাঙ্গনে কবর শেষে মোনাজাত করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটাকে ব্যক্তি হিসেবে গণ্য করে জাহান্নামের সর্ব নিম্ন স্তরে পাঠানোর জন্য দোয়া করা হয়।

আরবি/ এইচএম

Link copied!