কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের "সাধারণ শিক্ষার্থীদের" উদ্যোগে "বিপ্লবোত্তর শোকরানা নামাজ" পড়ার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে এই নামাজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মাদ রাশেদুল হাসানের পোস্ট থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, রাত ৯টায় কুরআনুল কারিমের দারসের মাধ্যমে শোকরানা নামাজের আয়োজন শুরু হবে, যা চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এরপর শিক্ষার্থীরা কিছুক্ষণ বিশ্রামের সময় পাবেন। ভোররাতে তাহাজ্জুদের সালাত আদায় করা হবে এবং ফজরের নামাজের পর এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
এ বিষয়ে মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, "আমরা লড়াই করেছি অস্ত্র ছাড়া, আমাদের তামান্না ছিল হয় শাহাদাহ নয় ইনকিলাব। ৪ঠা জুলাই থেকে ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের অকুতোভয় আন্দোলন-সংগ্রামে সৃষ্টিকর্তার যে অশেষ কৃপা ছিল তা আমরা ৫ই আগস্ট পরবর্তী সময়ে যেন ভুলে গেলাম! আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিপ্লব সম্ভব না। তাই আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীদের সাথে নিয়ে বিপ্লবোত্তর শোকরানা তাহাজ্জুদ আদায় করা হবে।"
আপনার মতামত লিখুন :