রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ‘পরবর্তী নির্দেশ না দেওয়া’ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির ১(ক)-এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার রূপালী বাংলাদেশকে বলেন, ‘এ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে, ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই প্রাথমিক আবেদনের নতুন সময়সীমা নির্ধারণ করে জানানো হবে।’
আপনার মতামত লিখুন :