কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ছাত্রদল কর্মী তৌহিদুল ইসলাম কর্তৃক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাউসারকে মারধরের ঘটনায় উভয়কেই হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
সোমবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
তিনি বলেন, এই দুই শিক্ষার্থীর কোনো আবাসিকতা নেই হলে। তাই আগামীকাল বিকাল ৫ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্য ক্যাম্পাসে না থাকায় আগামীকাল মারধরের বিষয়ে প্রক্রিয়া অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ প্রাধ্যক্ষ ড. জিয়া উদ্দিন কাছে মারধরের বিচার চেয়ে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদ। তবে তারা আবাসিক শিক্ষার্থী না হওয়ায় অভিযোগটি প্রক্টরের কাছে প্রেরণ করেন তিনি।
এদিকে, গত ২৪ অক্টোবর ছাত্রদল কর্মীদের মিটিংয়ে যেতে অস্বীকৃতি জানালে মোহাম্মদ কাউসারকে কাঠের লাঠি আঘাত করেন তৌহিদুল।
আপনার মতামত লিখুন :