জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণীবিজ্ঞান বিভাগের (৫০ ব্যাচ) শিক্ষার্থী রাসেলকে মীর মোশাররফ হোসেন হল গেট সংলগ্ন সড়কে ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় খায়ের মাহমুদ বলেন, শনিবার রাতে যে ঘটনা ঘটেছে সেরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে। নাগরিকের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব ক্যাম্পাস প্রশাসনের। কিন্তু আমরা এরকম কোন পদক্ষেপ দেখিনি যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়।
আ র ক রাসেল বলেন, রাজা সে রাজা যায় জনগণের অবস্থা একই রয়ে যায়। এর আগেও যে ফ্যাক্টর ছিলেন আলমগীর কবির তার আমলে নিরাপত্তার অবস্থা কেমন ছিল তা ওই এম এইচ এর ধর্ষণকাণ্ডে প্রকাশ পায়। বারবার ছিনতাই ঘটনা ঘটছে ছিনতাই নয় পাশাপাশি ক্যাম্পাস মশা নিধন কমিটি থাকলেও মশার উপদ্রব কমানো যায়নি। আমরা এখান থেকে বলতে চাই, আপনারা ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার করুন নতুবা আমরা কঠোর আন্দোলনে যাবো।
শাকিল ইসলাম বলেন, আমি শুধু আজকে নয় এর আগেও পাঁচবার এসেছি। আমরা তাদেরকে লিখিত অভিযোগ এবং মৌখিকভাবে জানিয়েছিলাম। কিন্তু তাদের কোন ধরনের পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। কিন্তু আজকে আর অভিযোগ জানাতে আসিনি। অধিকার আদায়ের জন্য এসেছি। যদি নতুন প্রশাসন নিরাপত্তা দিতে গড়িমসি করে তাহলে আমরা হাসিনার মতো ফ্যাসিস্টকে সরাতে পেরেছি এই প্রশাসনকে নামানো কোন বিষয় না। ছাত্র-জনতা সবসময় মাঠে আছে এবং থাকবে।।
অভিযোগের বিষয় প্রক্টর রাশিদুল আলম বলেন, আমরা ঘটনাটি জানতে পেরে তৎক্ষনাৎ ব্যবস্থা নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেছি এবং পুলিশের এসপির সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে একটি পুলিশ ফাড়ি ও সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে পদক্ষেপ নিতে বলেছি। আশা করছি, খুব দ্রুতই সমাধান হয়ে যাবে।
আপনার মতামত লিখুন :