ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

রাবির ভর্তি পরীক্ষা ১২, ১৯ ও ২৬ এপ্রিল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৫:২৮ পিএম

রাবির ভর্তি পরীক্ষা ১২, ১৯ ও ২৬ এপ্রিল

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি প্রথমবারের মতো রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ভর্তি উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনসংযোগ দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এসময় রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

এ বিষয়ে কলা অনুষদ অধিকর্তা (ডিন) অধ্যাপক বেলাল হোসেন জানান, আজকে উপ-কমিটির সভায় যেসকল সিদ্ধান্ত এসেছে তা নভেম্বরে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় সুপারিশ করা হবে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তবে সাধারণত এসব সিদ্ধান্ত অপরিবর্তিতই থাকে।

আরবি/ এইচএম

Link copied!